Posts

গল্পোঃ অফিসের বস যখন বউ (লেখক মারুফ হাসান)

Image
bangla love golpo মৃনাল ওঠ বাবা সকাল ৯:৪৫ বাজে অফিসে যাবি না, আজকেও তোর অফিসের দেরি হবে আমি জানি (মা) – কিইইইইইইই ৯:৪৫ বাজে আগে ডাকবে না। আমি গেলাম ( আমি) – আরে নাস্তা টা করে যা – লাগবে না মা, আমি গেলাম!! অফিসের উদ্দেশ্যে দিলাম দৌড়, সোজা বসের সামনে। অল্পের জন্য ধাক্কা খেলাম না। – আপনি কে ( বস) – ম্যাডাম উনি মৃনাল আমাদের অফিসে ডিজাইনের কাজ করে (ম্যানেজার) – এটা অফিস না গোয়াল ঘর, কি পরে এসেছেন এগুলা,, আর এতো লেইট কেনো অফিসে আসতে (বস) – না মানে ম্যাডাম ঘুম থেকে উঠতে একটু দেড়ি হয়েছে তো তাই আসতে লেইট হয়েছে (আমি) – আর যেন এরকম কোন দিন না হয়? মনে রাখবেন।(বস) – জি আচ্ছা (আমি) – যান নিজের কাজে যান (বস) আসলে ঘুম থেকে আমি প্রতিদিন লেট করে উঠি আর অফিস আসতেও লেইট হয়, কিন্তু আজ একটু বেশিই লেইট হয়েছে, তাই এই শীতের দিনে দাঁত ব্রাশ না করে, জার্সির প্যান্ট পরে, পায়ে মুজো ছিলো আর চটি জুতো পরেই অফিসে চলে আসছি। আর তারপর দেখলেন ই তো কি হলো। তারপর আমার চেয়ারে এসে বসে পরলাম আর ভাবতেছি, অফিসের নতুন বস তাও আবার এক মেয়ে। দেখতে তো সেইইই সুন্দর কিন্তু এতো মেজাজ খারাপ কেন। জাগগে কে কি বলে বলুক,, । কিচুক্ষন প...

গল্প : অভিমানী_ভালোবাসা # পর্বঃ_১ম (লেখক মারুফ হাসান)

Image
.......... ইংরেজি ক্লাস চলছে প্রতিদিনের মত আজকেও সব ছাত্র-ছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাড়িয়ে আছে মৃনাল। ২০ মিনিট ধরে কানে হাত দিয়ে আছে মৃনাল আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছেন না ম্যাডামের এমন আচরন দেখে মৃনালের কাঁদো কাঁদো মুখ ভাষা নির্বাক। আর ক্লাসের সবাই মৃনাল কে দেখে হাসাহাসি করছে.. এমন সময় ক্লাসের ভিতর তুতুল প্রবেশ করে কোন রকম কথা না বলে মৃনালের গালে # ঠাসসসস করে একটা থাপ্পর বসিয়ে দিলো। .... মেয়েটা হঠাৎ করে মৃনাল কে থাপ্পর মারাতে ক্লাস টা নিথর হয়ে গেছে কেউ বিশ্বাস করতে পারছে না এ কি হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন.... - কি হয়েছে মা? তুমি এভাবে ক্লাসের ভিতর ঢুকে কোন রকম কথা না বলেই মৃনাল কে থাপ্পর মারলে কেনো? (ম্যাডাম) - থাপ্পর আমি সাধে মারিনি! যাকে মেরেছি তাকেই জিজ্ঞেস করুন কেনো মারছি? (তুতুল) - মৃনাল তুমি এমন কি করছো যার কারনে এই মেয়েটা এমন ভাবে তোমাকে থাপ্পর মারলো তাও আবার একটা ক্লাস রুমে ক্লাস চলাকালীন অবস্থায়? (ম্যাডাম) - ম্যাডাম আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন আর জানিনা আমাকে কেনো এমন ভাবে মারল মেয়েটা! (মৃনাল) - সব মিথ্যা কথা সব তুমি সব জানো? তুমি আমার বান্ধবীর সাথ...

গল্পোঃ বোকা ছেলে vs গুন্ডি মেয়ের ভালোবাসা পাঠঃ২ ( লেখক মারুফ হাসান)

Image
bangla letest love story কলেজে ঢুকেই কারো চোখে চোখ পরতেই চোখটা আটকে গেলো,আরে এটা তো সেই বড় আপুটা।কোনো ছেলেকে পিটাচ্ছে, ওরে বাবারে কি ভয়ানক মেয়েরে বাবা।তারাতারি পিছু ফিরে স্কাসে আসতে যাবো হঠাৎ কেউ আমায় ধরে ফেললো আসলে এটা তো ঐ আপুটা তাকে দেখে আমার গলা শুখিয়ে গেল। ঐ তুই কিছু দেখচিস আমি ভয়ে জ্বী হ্যা মানে না আপু আমি কিছু দেখি নি,,আচ্ছা যা তো আমার জন্য একটা রিক্সা ডেকে আন বাসায় যাবো,কি আর করার বাধ্য ছেলের মতো আমাকে তাই করতে হলো। তারপর স্কাসে আসলাম স্কাস করলাম ৩ টা।ম্যাছের উদ্দেশ্যে রওনা দিলাম, পায়ে হেটে রিক্সা করে গেলে ১০ টাকা লাগবে যেটা আমার পক্ষে অসম্ভব কারন আমার বাবার অতোটা টাকা নাই বিকাল বেলা এক নতুন জায়গায় যাচ্ছি তবে সেটা হলো আমার টিউশানি আমি একটা টিউশানি করার সুযোগ পেয়েছি ম্যাসের একটা বড় ভাইয়ের সুভাসে তবে আজই প্রথম স্কাস তবে ঠিক ছেলে না মেয়েকে আমার প্রাইভেট পড়াতে হবে তা ঠিক জানিনা। পড়ার টেবিলে বসে আছি হঠাৎ কারোর আগমন একটা মেয়ে তবে দেখে মনে হলোনা যে ছোট স্কাসে পড়ে সাথে মেয়ের মা ও আছে,পরিচয় পরবো শুরু আমার নাম মোঃ মনির হাসান Enter First year a pori... আপনার জ্বী আমার ন...

গল্পোঃ বোকা ছেলে vs গুন্ডি মেয়ের ভালোবাসা পাঠঃ১ ( লেখক মারুফ হাসান)

Image
bangla letest love story * সেই ছোট বেলা থেকে অাশা কলেজে পড়বো মনে অনেক স্বপ্ন বাবা মায়ের ইচ্ছা পুরন করবো। অাসলে সত্যি কথা বলতে, অামাদের মতো মধ্যবিও পরিবারের সন্তানদের মনে অনেক স্বপ্ন থাকে।অবশেষে বাবা মায়ের অনেক কষ্টে রোজগারের টাকা দিয়ে পড়ালেখা করে Ssc exam দিয়ে result এর অপেক্ষা করছি। অামি মোঃমনির হাসান বাবা মায়ের ২ য় সন্তান,পরিবারের বড় ছেলে, অামার ছোট একটা বোন ও রয়েছে,যার নাম তিশা। পরিচয় টা না হয় পরে ভালোভাবে জেনে নিবেন এখন অাপাদত গল্পে অাশা যাক। সকাল বেলা ঘুম থেকে উঠলাম মায়ের ডাকে,তারপর ফজরের নামায পড়লাম। তারপর খাওয়া দাওয়া সেড়ে, পুকুড় পাড়ে মন খারাপ করে বসে অাছি,অাসলে মন খারাপের কারন হচ্ছে অাজকে অামার result ভালো ফলাফল না হলে অামি ভালো কলেজে admission হবে না।বাবা মায়ের এতোদিনের কষ্ট বিথা যাবে।এভাবেই থাকতে থাকতে দুপুর হয়ে এলো।সবাই যার যার মতো ফলাফল পাচ্ছে কিন্তু অামি এখনো পাই নাই। network problem.মনে অনেক কষ্ট জমা হচ্ছে সবশেষে এমন একটা কথা শুনলাম যা শুনার পরে অামি কেঁদে ফেললাম।অাসলে এটা হচ্ছে সুখের কান্না অামি GPA 5 পেয়েছি,দৌড়ে বাড়িতে চলে অাসলাম,বাবা মা অনেক খুশি তারপর অনেক কষ্ট...

গল্পোঃ কলেজ প্রেম (লেখকঃমারুফ হাসান) ||

Image
bangla love story স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পা রাখতে চলেছি তবে সমস্যা হচ্ছে যে কলেজে অামার admission হয়েছে সেখানের কাউকে অামি চিনি না।তবে মনের মধ্যে অনেক অানন্দ উপভোগ করছি, অাজ শনিবার কলেজে প্রথম যাচ্ছি রিক্সা করে কলেজের গেটের সামনে নামলাম ধিরে ধিরে হাটছি.......ওহ যা অাপদের তো অামার পরিচয়ই দেয়া হয়নিঅামি মোঃসম্রাট শাহজাহান খন্দকার বাবা মায়ের বড় সন্তান।তবে মধ্যবিও পরিবারের সন্তান অামি সেই ছোট বেলার স্বপ্ন অাজ পুরন হতে চলেছে বীগত ১০ বছরের সাধনা কলেজ পড়ার।আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজের মধ্যে ঢুকে পড়েছি যেহেতু নতুন কলেজ তাই সবকিছুই নতুন,কাউকে চিনি না এখনো তেমন কেউ কলেজে অাসে নাই তাইতো শিমুল গাছটার নিচে বসে অাছি হঠাৎ কারো ডাকে পিছনে ঘুরলাম একটা মেয়ে তবে মুখ দেখতে পাচ্ছি না বোরকা পড়া জাইহোক অামার টাতে কোনো সমস্যা নাই, তবে নতুন কলেজ অার এই মেয়েকে তো কখনো দেখি নাই আমাকে চিনে নাকি এসব ভাবতে ভাবতে মেয়েটি বললো Hello I am ahsa moni... অামি বোকার মতো তার দিকে তাকিয়ে অাছি। তারপর সে বললো এই যে ভাইয়া অারস এর স্কাস কোনটা বলতে পারেন।তখন আমি স্বাভাবিক ভাবে বললাম অাসলে অামিও নতুন তবে কমারস এ ...